”জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি বলেছেন- প্রবাসি ভাই’রা পদে পদে হয়রানীর শিকার হয়। এসকল হয়রানী বন্ধ করতে হবে। তাদের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচ্ছল থাকে।কিন্তু আমরা অনেকেই তাদের যথাযথ সম্মান করি না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসিদের হয়রানী বন্ধে কার্যকর ভূমিকা গ্রহন করেছেন এসকল তথ্য তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, বিদেশ যেতে হলে তাদের আগে যে কোন কাজে দক্ষতা অর্জন করতে হবে। যদি কোন কাজে দক্ষতা অর্জন করে সঠিক ভাবে বিদেশ যান তাহলে আর প্রতারণার শিকার হওয়ার সম্ভবনা থাকে না। গ্রামের মানুষ জানে না, কর্মসংস্থান ও জনশক্তি অফিস বিদেশে যাওয়া প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। সঠিক ভিসা যাচাই থেকে শুরু করে বিদেশ যাওয়ার সকল টাকা প্রবাসী ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিদেশ যেতে হলে কারো কাছে আর ঋণ নেওয়া লাগবে না। ইউএনও এএম জহিরুল হায়াত এস সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকৌশলী আকরাম আলী। এছাড়াও প্রেস ব্রিফিং’এ আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল আলম, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানসুর আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাকসুদুল আলম সরকার।
উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ১২জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।