চাঁদপুরের মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেড় ধরে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বিত্তরা। উপজেলার ছোট হলদিয়া গ্রামে গত ৪ নভেম্বর রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘরের মালিক আবুল কাশেম (৫৫) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে একই গ্রামের জাকির হোসেন (৫০), মোহাম্মদ হোসেন (৬০), সজিব (২৫), সুমন (৩৫), সুজন (৩০), আকলিমা (৪০) কে সন্দেহমূলক বিবাদী করে করা হয়েছে।
অভিযোগ পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল এবং তদন্তকারী কর্মকর্তা এসআই আফসার উদ্দিন রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, আগুনে ঘর পুড়ে দেওয়া একটি দুঃখজনক ঘটনা। অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কে বা কাহারা জড়িত তদন্তেই সত্যতা বেরিয়ে আসবে।
অভিযোগ দাখিলকারী আবুল কাশেম (৫৫) বলেন, কে বা কাহারা রাতের আধাঁরে আমার দোচালা টিনের ঘরে আগুন দিয়েছে আমরা তা দেখি নাই। বাড়িতে কেউ থাকি না। তার ছেলে মো. ফয়সাল বলেন, আমাদের সাথে উল্লেখিত বিবাদীদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারা প্রায়ই বিভিন্নভাবে আমাদের হুমকি-ধামকি দিত। ঘটনার দিন দুপুরে আমাদের ক্ষেতের ধইঞ্চা বিবাদীরা কেটে নেওয়ার সময় আমাদের বাড়ি-ঘর দেখাভাল করার দায়িত্বে থাকা জামাল ও রানু বাঁধা দিলে বাড়ি-ঘর আগুনে জ¦ালিয়ে দিবে বলে হুমকি দেয়। পরে ওইদিন রাতেই এ ঘটনা। তারাই আমাদের টিনের দোচালা বসতঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে বলে আমাদের সন্দেহ।