চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও বন্ধু মহল নাইট মিনিকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) রাতে জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে জীবগাঁও বন্ধু মহল কর্তৃক জাঁকজমকপূর্ণ ভাবে খেলাটি আয়োজন করা হয়। খেলায় ব্যাংকার ও সমাজ সেবক আলহাজ্ব খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী মোঃ নাছির উদ্দিন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম বাবু, সমাজ সেবক সুমন আখন। উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ইমতিয়াজসহ আরো অনেকেই ।খেলায় অংশ গ্রহণ করেন আবাহনী লিমিটেড সমর্থিত দল বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থিত দল। ট্রাইব্রেকারে ০২-০৩ আবাহনী লিমিটেড সমর্থিত দল চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোঃ তানভীর। খেলায় রেফারি ছিলেন মোহাম্মদ আলী, সহকারী রেফারি মোঃ নাজিম ও নয়ন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা ও লোকমান সরকার। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।