‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে থানা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে ছেঙ্গারচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল। প্রধান অতিথি বক্তব্যে অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম বীমাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। শুধু তাই নয় বীমা সেক্টরে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা সরকার। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে বীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বীমা আর্থিক প্রবৃদ্ধি বাড়ায়। বীমা মানুষের জীবন ঝুঁকি কমিয়ে আনে। জীবনকে সুন্দরভাবে সাজাতে বীমার বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও ডেলটা লাইফ ইন্সুইরেন্সের জোনাল ম্যানেজার নূরে আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি হাজী মনির বেপারী, পুলিশ পরিদর্শক শাহজাহান কামাল, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, বীমা গ্রাহক ইকবাল কবির। সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মো. শহীদুল্লাহ মোহন।