চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতো। তবে তাকে শহীদ করে দেশের অগ্রগতি রোধ করা যায়নি, কারণ তার দূরদর্শী কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট (বুধবার) সকালে রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মোহাম্মদ খুরশীদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম ফারুক এর পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।নুরুল আমিন রুহুল বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে, তাকে থামিয়ে দিতে চক্রান্ত শুরু হয়েছে। একাত্তরের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বিভিন্ন নামে চক্রান্ত শুরু হয়ে গেছে। শুরু হয়েছে জঙ্গি হামলা। পরাজিত শক্তি আজ দেশে সন্ত্রাসী ও জঙ্গি নামে সন্ত্রাস সৃষ্টি করছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ও পরবর্তীতে শেখ হাসিনার অগ্রযাত্রাকে বাধা দিতে যারা ব্যর্থ হয়েছে তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সভায় বক্তব্য রাখেন – চাঁদপুর জেলা কৃষক লীগের আহŸায়ক জয়নাল আবেদীন, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ’সহ আরো অনেকে।কৃষক লীগের উদ্যোগে নেতা কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে ও ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।