চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দিতে শাখারী পাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে শাখারী পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবীব।
তিনি বলেন, পুলিশ বাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেই সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে। জঙ্গি ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা দেশের এই অগ্রগতি ধরে রাখতে চাই। বাল্য বিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দূরীকরণে কমিউনিটি পুলিশিং শক্ত ভ‚মিকা রাখছে। এ কার্যক্রম অব্যাহত থাকার কারণে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ করতে পুলিশের কাজ অনেক সহজ হয়েছে।
বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে ও শাখারী পাড়া কল্যাণ পরিষদের সভাপতি হাজী আব্দুর রহিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আ. রব প্রধান, সমাজসেবক আ. গনি তপাদার, ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নাসির উদ্দিন শাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, আবুল খায়ের মাস্টার, শাখারী পাড়া কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বশির, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিয়াজ মোর্শেদ ছোটন প্রমুখ।