চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানভীর আহমেদ শিশিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।আরো বক্তব্য রাখেন, জহিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমান উল্ল্যাহ প্রধান, মোহন প্রধান, আ. ছাত্তার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সেলিম রেজা, ৭নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি সেলিম উল্ল্যাহ প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেম্বার, ওয়ার্ড সভাপতি আবু বক্কর সরকার, সাধারণ সম্পাদক ইদ্রিছ মেম্বার, ৫নং ওয়ার্ড সভাপতি নেয়ামত উল্ল্যাহ মল্লিক, সাধারণ সম্পাদক পরিমল দাস, সাধারণ সম্পাদক ইমরান খান, আ. ছালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। ফলে দেশে সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে আছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের কোথাও এখন সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, জঙ্গিবাদ অরাজকতার আশ্রয় নেই। শান্তি ও উন্নয়ন-অগ্রযাত্রার এ ধারা সমুন্নত রাখতে আগামী ২০ অক্টোবরের নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই।