কুমিল্লা দাউদকান্দি উপজেলার ভয়েজার রানার্স কমিউনিটির অংশগ্রহণে শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে চলি, কোভিড-১৯ থেকে দূরে থাকি ‘মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই’। ওয়ার্ক, রান, ফান এই তিনটি স্লোগান নিয়ে ১৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছেন ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার, তিতাস থানা বাতাকান্দি শাখার জনতার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মউন চৌধুরী, গাজীপুর খান মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মো: শওগত হোসেন টুলু, প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, নৈয়ার সায়েন্স স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সিকদার সহ ব্যাক কর্মকর্তা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।