ভৈরবে ৩৫৭ টি ভারতীয় অবৈধ মোবাইল ও একটি গাড়ীসহ একজন চোরাকারবারিকে আটক করেছে র্যাব। আটকৃত অবৈধ মোবাইল চোরাচালানকারী সিলেট জেলার বালাগঞ্জ থানার আদিত্যপুর এলাকার বিধু দাস এর ছেলে যোজন বিশ্বাস দুর্জয় (২৭)।
আজ সোমবার রাতে ভৈরব দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর থেকে অভিযান চালিয়ে অবৈধ মোবাইলসহ তাকে আটক করা হয়েছে। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের আজ দুপুর ১ টায় প্রেসবিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা -সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় ট্রাফিক বক্স এর সামনে ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি গাড়ি থেকে তল্লাশী চালিয়ে আসামীর গাড়ীর ভিতর হতে ৩৫৭টি ভারতীয় অবৈধ মোবাইল, পরিবহনে ব্যবহৃত ১টি গাড়ী’সহ উদ্ধার করে জব্দ করা হয়।তিনি আরো জানান, আটকৃত আসামী দীর্ঘদিন ধরে ঢাকাসসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মোবাইল পাইকারি/খুচরা বিক্রয় করে বলে স্বীকার করেন। উদ্ধারকৃত অবৈধ মোবাইল চোরাচালানকারী এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান ।