মহানবী (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের মত শুক্রবার কুমিল্লা দাউদকান্দি উপজেলার পৌরসভা, গৌরীপুর, ইলিয়টগঞ্জ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে সামাজিক ও ধর্মীয় সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিজেপির জাতীয় মুখপাত্র নুপূর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মোহাম্মদ (সা:) ও হজরত আয়েশা (রা:) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের মুসলমান শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এ ঘৃণ্য কাজ কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা নয় বরং তা একটি দেশ, দল ও সরকারের অসভ্য ও নিচু মানসিকতার প্রতিফলন। তারা বাংলাদেশ সরকারের কাছে সংসদের নিন্দা প্রস্তাব করার দাবি জানান । সময় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।