শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাউদকান্দি পৌরসভায় মানবন্ধন

মো: আবু তাহের নয়ন
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১২ Time View

ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর নির্যাতনসহ মসজিদ-মাদ্রাসায় আগুন দেয়ার প্রতিবাদে বিশাল বিক্ষোভ কর্মসূচী করেছে ইসলাম প্রিয় তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার জুমার নামাজের পর দাউদকান্দি পৌর বাজারে এই মানবন্ধনটি অনুষ্ঠিত হয় ।
এ সময় দিল্লির আক্রান্ত মুসজিদ ও পাশাপাশি সেখানকার মুসলিমদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন মুসল্লিরা।মানবন্ধনে বক্তারা বলেন দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অনতিবিলম্বে এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করা হোক। সমাবেশ থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে।

বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধনে শিক্ষক ,সমাজসেবক ,জনপ্রতিনিধি,ব্যবসায়ী ,মসজিদের ইমাম ও এলাকার সর্বশ্রেণি মানুষ অংশগ্রহণ করেন ।
নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এগুলো বন্ধ করতে বিশ্ব মুসলিম নেতাদের এগিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে গত রোববার থেকে দিল্লিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231