১মার্চ ,রবিবার কুমিল্লার দাউদকান্দি ইলিয়াটগন্জ বাজারে ইসলাম প্রিয় তাওহীদি জনতার উদ্যোগে ভারতে মুসলমানদের প্রতি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী ও মানবন্ধন করেছে । বক্তারা বলেন, ইতিহাস সাক্ষী মুসলিম শাসন আমলে হিন্দুসহ অন্য ধর্মের মানুষের জানমাল, ইজ্জত নিরাপদে ছিল। সুখে-শান্তিতে মিলেমিশে সবাই বসবাস করেছে। কিন্তু বর্তমান ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকার মুসলমানদের ওপর জুলুম নির্যাতন করছে, নির্মমভাবে নিরীহ মুসলমানদের হত্যা করছে, নতুন নাগরিকত্ব আইনের নামে মুসলমানদের উচ্ছেদের পরিকল্পনা করছে। তিনি অবিলম্বে ভারতের মানবতা বিরোধী অমানবিক কর্মকাণ্ড বন্ধের প্রতিবাদে বিশ্বের সকল শান্তিকামী মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধনে অংশগ্রহণ করেন বাজারের ব্যবসায়ী, শিক্ষক,চাকুরীজীবী ,সমাজকর্মী ,মসজিদের ইমাম ও খতিব ,আলেম ওলামা মাশায়েখ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ।