ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা কৃষকদলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, নবীনগর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, নবীনগর উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন সোহেল,এম এ কাহার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল উদয় সহ বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।