কুমিল্লা জেলার বৃহত্তম দাউদকান্দি উপজেলা বিশিষ্ট শিল্পপতি,বর্ষীয়ান রাজনীতবীদ ও গণ মানুষের নেতা দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান হাসান জামিল সাত্তারের মৃত্যুতে জনপ্রিয় অনলাইন টেলিভিশন ‘সূচনা টিভি’ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে । এক শোকবার্তায় সকলের পক্ষ থেকে সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ বলেন, হাসান জামিল সাত্তার (দাদা) ছিলেন সকল দল-মতের মানুষের কাছে জনপ্রিয় । তিনি ছিলেন কুমিল্লা জেলার ও দাউদকান্দি উপজেলার মাটি ও মানুষের নেতা। তাঁর মতো একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতাকে হারিয়ে শুধু দাউদকান্দিবাসী নয় দেশ-বিদেশের সকল মানুষেই আজ শোকাহত।
তিনি তাঁর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।