দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছায় রক্তদানকারীদের ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম “বিরামপুর ব্লাড ব্যাংক” এর উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০ টায় সকল রক্তদাতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহতারিমা সিফাত, সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূরুল হক প্রমূখ।সভায় বক্তারা “বিরামপুর ব্লাড ব্যাংক” এর উত্তরোত্তর সাফল্য কামনা করে সার্বিক সহযোগিতার প্রদানের আশ্বাস দেন।