শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের দাফন সম্পন্ন

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭২ Time View

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী দিনাজপুরের বিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুল এর দাফন কার্য শনিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। বিরামপুর পৌর শহরের নতুন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুল গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বুকে ব‍্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। শনিবার বেলা ২টায় পৌর শহরের পূর্বজগন্নাথপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও কবরস্থ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও শুভাকাঙ্খী সহ অসংখ্য মানুষজন উপস্থিত ছিলেন। মৃত‍্যুকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবারের সদস্যরা মরহুম মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের আত্মার মাগফিরাতের জন‍্য সকলের নিকট দোআ চেয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231