“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পুকুর ও জলাশয়ে নানা প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করেছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চাশ হাজার পোনা অবমুক্ত করণের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মৎস্য অফিসার মারজান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।