মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

বিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

মোঃ শাহ্ আলম, বিরামপুর, দিনাজপুর
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৩৩ Time View

‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ -স্লোগানে দিনাজপুরের বিরামপুরে ১লা নভেম্বর, রবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম রাজু।এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বর্তমান সরকার একটি উন্নয়ন বান্ধব সরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে বিরামপুরের যুব সমাজকে উন্নয়নের পথে ধাবিত করতে বিরামপুর উপজেলা পরিষদ সচেষ্ট রয়েছে। যুব উদ্যোক্তাদের যেকোনো ধরনের সহযোগিতায় উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর তাদের পাশে থাকবে বলে তিনি জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা উপজেলার  খামারিদের মাঝে ঋণের অর্থের চেক এবং সন্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। এছাড়াও উপস্থিত সকলকে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231