দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদুল (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। হামিদুল দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে। এ সময় ট্রাকের ধাক্কায় বাবু হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, আজ শনিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি নামক স্থানে (ঢাকা মেট্রো-ট-১৫৩৯১০) নং ট্রাকটি বিকল হওয়ায় দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে ধাক্কা দিলে পেছনের ট্রাকে থাকা আব্দুল হামিদুলের কোমরের ভেতর একটি রড ঢুকলে সেখানেই তিনি নিহত হন এবং বাবু নামের একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে।