নির্বাচনের শেষ মুহুর্তে প্রার্থীরা অভিরাম প্রচারণায় ব্যস্ত। নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণায় মনে হচ্ছে এ যেনো নির্বাচনের আদতে একটি উৎসব। দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের সনাতনী ধর্মের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করেছেন একঝাঁক উদীয়মান তরুণ ও যুবক। ভোটের মাঠে প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহজে কুপোকাত করতে নৌকার প্রচারণায় বিটেরশ্বর ইউনিয়নের একঝাঁক উদীয়মান তরুণ ও যুবকদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাসহ ইউনিয়নের নৈইয়ার বাজার,বিটেরশ্বর বাজার, চন্দ্রশেখরদী, কালা সাধারদিয়া গ্রামেদাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মেজর মোহাম্মদ আলী’ (অব.) এর বিজয় সহজতর করতে ক্ষমতাসীন দলের উন্নয়ন এর কথা তুলে ধরে সবিনীত আবেদনে ভোট চেয়ে সনাতনী ধর্মের ভোটারদের মন কাঁড়ছেন। উপস্থিত ছিলেন,বিটেশ্বর ইউনিয়নের ছাত্রলীগের সেক্রটারী মাসুদ রানা ,শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাস প্রধান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রিপন মিয়া,শাহজাহান মিয়া, মোঃ সাজেদুল আহসান, ইমন সরদার, রিমন সরদার, নারায়ণ বনিক, আসিম সরকারসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।