কুমিল্লা দাউদকান্দি উপজেলা গৌরীপুর স্বল্পপেন্নাই জামিয়া ইসলামীয় দারুল উলুম মাদরাসায় আয়োজনের আল-নূর পাঠাগারের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মাদরাসা মিলনায়তনে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিষয় ছিলো কুরআন তিলোয়াত, ইসলামী সংগীত,বাংলা ও আরবিতে বক্তৃতা, এই সময়ে উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবে মহতামিম মাও.মুজতবা কামাল,নাজেমে তালিমাত মুফতি আব্দুল হান্নান, মুহাদ্দিস ও দারুল ইক্বামা মাও. এমদাদুল্লাহ্ ,মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ,হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাও.মনিরুজ্জামান ও মাও.বেলাল হোসাইন ।বিজয় দিবস উপলক্ষে আন নূর পাঠাগারের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকমন্ডলীদের চুড়ান্ত রায়ে বিজয়ীদের পুরুস্কার প্রদান করা হয়