আসন্ন ইউপি নির্বাচনে দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতিমধ্যে প্রচার-প্রাচারনা চালিয়ে ইউনিয়নবাসীর মনে স্থান করে নিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজসেবক মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর। পবিএ মাহে রমজান উপলক্ষ্যে শনিবার সকাল থেকে দিনব্যাপী তার নিজ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ১৯টি গ্রামের ১৫ শ ৩০জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর জানান, সমাজের বিত্তবানরা সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং এটা সকলের নৈতিক দায়িত্ব। আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই সব সময় অসহায় মানুষের পাশে দাড়াই। আমি সমাজের প্রতিটি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সাধ্যমত সহযোগিতা করুন তাদের মুখে হাসি ফুটান। তিনি আরও বলেন, আমি চাই আমার এলাকার প্রতিটি মানুষ ভালো থাকুক, যতদিন আমি বেঁচে থাকবো আমার এলাকার মানুষের পাশে থেকে সাহায্য সহযোগীতা করে যাবো ইনশাআল্লাহ। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার একটাই লক্ষ্য ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই। এসময় সাথে ছিলেন তার পিতা হাজী মোঃ মোসলেম সওদাগর,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল মেম্বার,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম হোসেন,সাবেক ইউপি সদস্য মোবারেক মেম্বার,সমাজসেবক মোঃ সবুজ সওদাগর, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জুলহাস হোসেন, মাঈন উদ্দিন শিকদার, ইবরাহীম সিকদার সহ আরো অনেকেই ।