রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ- সিমিন চৌধুরী

লিটন সরকার বাদল
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩২৩ Time View

সকল ধর্মের প্রতি আওয়ামীলীগ সরকার শ্রদ্ধাশীল। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ সহঅবস্থানে সরকার বিশ্বাসী। যার যার ধর্ম তার তার, আনন্দ উৎসব সবার। দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে শারদীয় দূর্গোৎসব পালন করে আসছে। এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। বিএনপি, জামাত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ী ঘরে আগুন দিয়ে পুড়িয়েছে। পুজা মন্ডপ ভাংচুর করেছে। স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোন দিন ক্ষমতায় আসতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আগামী দাউদকান্দি পৌর নির্বাচনে একজন জনবান্ধব মানুষকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দাউদকান্দি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক পৌর মেয়র মরহুম শাহ আলম চৌধুরীর মেয়ে তাসলিমা চৌধুরী সিমিন সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ( কালী কালী পুজা) দীপাবলী উৎসব অনুষ্ঠানে হিন্দু ধর্মের নারী পুরুষের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। দীপাবলী উদযাপনের জন্য দাউদকান্দি পৌর সদরের সাহাপাড়া কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া মন্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে প্রদীপ প্রজ্জলন করা হয়, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনীন সেবা সংঘের পূজা কমিটির উদ্যোগে গভীর রাতে পূজা ছাড়াও দীপাবলী অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি বাবু নারায়ন সাহা, সাবেক ফুটবলার বিশ্বজিৎ কুমার দিলু, তরুণ উদীয়মান রাজনীতিক রোমান রাজীব চৌধুরী, মোঃ সাইফুর রহমান ভুইয়া (রুবেল), মোঃ রুহুল আমিন, মোঃ সোহেল আহম্মেদ সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231