পূনরায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। ২১তম জাতীয় সম্মেলনে তাকে ফের বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। ২২ ডিসেম্বর রবিবার সকালে এ উপলক্ষে দাউদকান্দি পৌর সদরে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জি এস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার শাহজাহান, মনির হোসেন সাঈদ, মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।