বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৩ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এই জয়ে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশী টাইগাররা।
বুধবার বাংলাদেশ দলের বিপক্ষে ৬ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাকলেনাঘান এক টুইট বার্তায় লেখেন, ঘরের মাঠে সুবিধার ব্যাপারটা আমি বুঝি। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি, এমন কন্ডিশনে খেলে টাইগাররা কীভাবে নিজেদেরকে লম্বা সময়ের জন্য ভালো দল হিসেবে গড়ে তুলবে?
মিরপুরের স্লো উইকেটে সিরিজ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ক্রিকেট বিশ্লেষকদের মতামতে অনেকেই বলছেন ঘরের মাঠে এমন উইকেটে খেলে টাইগাররা কি আদৌ নিজেদের উন্নতি করতে পারবে? সাকিব-মাহমুদউল্লাহরা কি পারবেন এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে?