সকালে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পরই টাইগার বোলার আবু জায়েদ রাহী পাক-শিবিরে আঘাত হানেন। শূন্য হাতে সাজঘরে ফেরান ওপেনার আবিদ আলীকে। তার বিদায়ের পর ক্রিজে আসেন আজহার আলী। ওপেনার শান মাসুদের সঙ্গী হয়ে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান। দলীয় স্কোর যখন ৯৩, তখন আবারো আঘাত হানেন রাহী। তার শিকার হয়ে সাজঘরে ফিরেন আজহার। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৪ রান।এখন ক্রিজে এসেছেন বাবর আজম। সঙ্গী হয়েছেন শান মাসুদের।পাকিস্তানের সংগ্রহ এখন ২ উইকেটে ৯৪ রান।
রানের খাতা খুলেননি বাবর। অপরপ্রান্তে থাকা শান অনেক আগেই অর্ধশত পেরিয়ে গেছেন। এখন সংগ্রহ ৫৮ রান।
এর আগে শুক্রবার প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।