বাংলাদেশ আওয়ামীলীগের কুমিল্লা উত্তর জেলা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এরপর সকাল ৮ টায় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সকল শহীদ–স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে প্রকাশ করে সংগঠনটি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে কমিটির একটি তালিকা হস্তান্তর করলে নতুন কমিটি চুড়ান্ত করে তিনি সাক্ষর প্রদান করেন ।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের নেতৃত্বে সহ–সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ড.আব্দুল মান্নান জয়, আলহাজ্ব আঃ মতিন মুন্সি, বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, শেখ আব্দুল আউয়াল, বশিরুল আলম মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মাঈনুল হোসেন,আবু নাসের। যুগ্ম–সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব ঘোষ, মোঃ শহিদুল্লাহ, গোলাম ফারুক রানা। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ(তমাল), কৃষি ও সমবায় সম্পাদক কামাল চৌধুরী, দফতর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজিব, ধর্ম সম্পাদক মোতাহার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শফিকুল আলম কামাল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এড.আয়েশা আক্তার, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. নজরুল ইসলাম, শ্রম সম্পাদক খন্দকার জহির, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, কোষাধ্যক্ষ নাঈম ইউসুফ সেইন। সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোঃআবুল কালাম আজাদ, নাসির উদ্দিন শিশির। উপ–দফতর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, উপ–প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়ছার সরকার, এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রতন সিকদার,তফাজ্জল হোসেন, এড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, জাকির নেওয়াজ শোহেল, মহিউদ্দিন খন্দকার,নাছিরউদ্দিনসহআরো অনেকেই ।পরে কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার সাংবাদিকদের বলেন, আমরা নেতা না, সবাই বঙ্গবন্ধুর কর্মী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে আস্থা রেখে আমাদের উপর দায়িত্ব অর্পন করেছেন, আমরা অতীতের যেকোন সময়ের চেয়ে সংগঠনকে গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। নেতৃতবৃন্ধ দৃঢ়তার সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
গাইড লাইন আমাদের শক্তি ও প্রেরণা সূত্র।