বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তিনি নারীদের উন্নয়নের কথা সব সময় চিন্তা করেন এ কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ ইকবাল হোসেন। তিনি আজ দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছিটমহলের নারীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি পরিচালক হিসেবে উদ্বোধন করে বক্তব্যকালে এ কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে ভোলা সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলি পারভীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ভোলা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, রাজীব কুমার রায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আব্দুল লতিফ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন সহ আরো অনেকে।