দাউদকান্দি জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, একটি উন্নয়নশীল দেশের জন্য শিক্ষা এক বড় অর্জন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হও, দেশ ও মানুষের সেবায় শিক্ষা নিয়ে বেরিয়ে এসো।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপির সহধর্মীনি বিশিষ্ট সমাজ সেবিকা মাহমুদা ভূঁইয়া।
বুধবার জুরানপুর কলেজ প্রাঙ্গন বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান,উপাধ্যক্ষ মোঃ শাহ আলম ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, মোঃ মোহতাসিম বিল্লাহ স্বপন, মালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহম্মেদ, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক নাঈমা ফেরদৌসী।