মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

ফ্রান্সে মহানবী (সা:)এর ব্যঙ্গচিত্র আঁকা ভ্রস্ট শিল্পীর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট: মো: আবু তাহের নয়ন
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৩৮ Time View

প্রিয় নবী মুহাম্মদ (স:) আমাদের কলিজার টুকরো । যাকে গোটা বিশ্বের রহমত বলা হয়েছে । যিনি আমাদের অনুকরণীয় একমাত্র আদর্শ মানুষ। বিশ্বের সব জাতি এই প্রিয় নবীর উন্নত চরিত্র ও আদর্শে জেনে মুগ্ধ হয়েছেন পড়ে, যার ফলে মুসলিম হচ্ছেন প্রতিদিন লাখো লাখো ।কাফের আর মোনফিকরা একত্রিত হয়েও নবীকে কখনো লিখার দ্বারা কখনো ছবি বা সিনেমা, চলচিত্রের দ্বারা কখনো গল্প বা উপন্যাসের লেখা দ্বারা মহানবীকে অপমান করার চেষ্টা করে যাচ্ছে । কিন্তু মহান আল্লাহর পরে যার মর্যাদা তিনি তো শেষ নবী মুহাম্মদ (স:) ।মুসলিম জনতার কলিজা আর ভালোবাসার একমাত্র ব্যক্তি তিনিই । তাকে অপমান করে ইহুদি খ্রিষ্টান আর মোনাফিকসহ নাস্তিকরা চায় তারা মুসলিমদের কলিজায় আঘাত করতে কিন্তু এটা জানেনা এতে ক্ষতি মুসলিমদের হবেনা বরং করুন মৃত্যু হবে ওই সকল নাস্তিক আর কাফেরদের । যার প্রমাণ হাজার লাখো কোটি আর আছে এর একটি উজ্জল প্রমাণ এই কাটুনিস্ট যাকে আল্লাহ নিজ হাতে ভয়াবহভাবে মৃত্যু দিয়েছে ।

ফ্রান্সে মহানবী সা.এর ব্যঙ্গচিত্র আঁকা ভ্রস্ট শিল্পীর মর্মান্তিক মৃত্যুতে পুরো মুসলিম মিল্লাতের বইছে বিজয়ের সূর । কারণ মুসলিমদের অভিভাবক তো একমাত্র মহান আল্লাহ তা’লা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231