ফান্সে মহানবী হয়রত মুহম্মদ (সাঃ) -কে নিয়ে অবমাননা, ব্যাঙ্গ চিত্র প্রদর্শনী এবং ফান্সের পন্য বর্জনের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুম্মার নামাজের পর সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে শেরে-বাংলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে শেরে -বাংলা চত্ত্বরের ঢাকা -পঞ্চগড় জাতীয় মহাসড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুয়ত ও সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি কারী মোঃ আব্দুল্লাহ, সম্মিলিত খতমে নবুওত পঞ্চগড়ের সহ -সভাপতি মাও.আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকলকে আহবান জানান এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিচার দাবি করেন।