বাল্য বিবাহ করতে রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর সদর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ১৪ অক্টোবর দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস এর বাস্তবায়নে একতা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার এ ঘোষণা প্রদান করেন। ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুর অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান,ফুলবাড়ী থানার চার্জ রাজীব কুমার রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, জছিমিঞা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিবিএফজি প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।প্রাথমিক বাল্যবিবাহ মুক্ত ঘোষণার পর ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় সকলকে শপথ বাক্য পাঠ করান।