সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত ছুটে চলছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ভ্র্যাম্যমান চিকিৎসাসেবা মাধ্যমে চরাঞ্চলের প্রায় অর্ধশতাধি গরীব ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন জাবির, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার এস এম মোরর্শেদসহ আর অনেকে। ফ্রি চিকিৎসাসেবা পেয়ে ওই চরাঞ্চলের মানুষ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।