২৮ ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল মবিন প্রমুখ। উপস্থিত ছিলেন পুলিশ, ডিবি, ডিএসবি এবং আনছার ভিডিবির সদস্যবৃন্ধ।