কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । তবে এবারে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) এর কারনে সামাজিক দুরুত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্য বিধি অনুসরণ করে জাতীয় শোক দিবস পালন করা হয়। শনিবার সকাল ১০ টার সময় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে সূর্য্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা, নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা ভাইচেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ। এছাড়াও বাংলাদেশের সবর্ বৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়।