মাদককে না বলি বাল্যবিবাহ প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অধ্যক্ষ শাহাদত হোসেন গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতা ও কাশিপুর ইউনিয়ন যুব সংঘের আয়োজনে খেলায় লালমনিরহাট মামুন স্মৃতি সংসদ ফুটবল দলকে কুড়িগ্রাম ফুটবল দল ১-০ গোলে ট্রাইবেকারে পরাজিত করেন। শনিবার বিকেল তিনটায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক উত্তম কুমার মোহন্ত, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সামাদ, প্রধান শিক্ষক জাইদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক সহ আরো অনেকে।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মরহুম শাহাদাত হোসেনের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মনছুর আলি।