দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাজাঁসহ চার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২কেজি গাজাঁসহ ওই ৪ মাদক কারবারিকে আটক করা হয়।এই ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক ও চোরাচালান বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ একটি অভিযানীক দল উপজেলার পুখুরী গ্রামের আদিবাসি বাড়ীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁসহ কাদো সরেনসহ তার স্ত্রী ও তার সহযোগী সুনিল মার্ডিকে আটক করা হয়। এরপর একই এলাকায় অভিযান চালিয়ে ১২কেজি গাজাঁসহ মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগমকে আটক করা হয়।