কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের সাড়ে ৮ ঘন্টা পর হাজরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত হাজরা বেগম ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী। স্বামী আব্দুর রহমান সহ স্থানীয়রা জানান, হাজেরা বেগম সাড়ে ৯ টায় তার বাড়ীর পাশে পুকুরে হাঁসের খাবার দিতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন সহ স্থানীয়রা বাড়ীর পার্শ্ববর্তী বিভিন্ন পুকুর সহ নিকট আত্মীয়দের বাড়ীতে খোজন খবর নেন। তাকে খুজে না পেয়ে কুড়িগ্রামের ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরী দলকে খবর দেন। ডুবুরী দল দুপুর ১টায় ঘটনা স্থলে এসে দীর্ঘ ৫ ঘন্টার অভিযানে বিকাল ৫ টায় পার্শ্ববর্তী বালু উত্তোলনের ফলে সৃষ্ট পুকুর থেকে ঘগোয়া নদীর ক্যানেল নামক স্থান থেকে মহিলার মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, মোবাইল মারফত জানতে পেরে ঘটনাস্থলে এসে ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর বাড়ি থেকে ১০০ গজের মধ্যে একটি পুকুরের ঐ বৃদ্ধার নারীর লাশ উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।