কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ হতে করোনাভাইরাস জনিত মহামারী covid-19 মোকাবেলায় সাধারণ জনগণের মাঝে সুরক্ষা সামগ্রী মাক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে উপজেলার ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্ট, ব্রাক মোড় ,আদর্শ বিদ্যালয় মোড়়, ইউপি অফিস চত্বরে ছয় শতাধিক মানুষের মাঝে মাঝে বিতরণ করা হয়। মাগো বিতরণ কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেমসহ অনেকে। মাক্স বিতরণের সময় ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ হারুন জনসাধারণকে মাক্স পরে চলাফেরা করার জন্য অনুরোধ জানান।