কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিরপরাধ অটোচালক মো. ছবিদুলের নামে হয়রানীমূলক মিথ্যা মাদক মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে সামাজিক মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার পরিবার ও এলাকাবাসী। গত মঙ্গলবার ফুলবাড়ী উপজেলা গেটের সামনে ফুলবাড়ী ও নাগেশ্বরী মহাসড়কে সকাল দুপুর ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ছবিদুলের পরিবারের লোকজনসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসুচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পল্লী পশু চিকিৎসক বাবুল হোসেন, আব্দুল মান্নান, ছবিদুলের পিতা নজির হোসেন, খালাতো ভাই হাবিবুর রহমান, প্রতিবেশী লিমন মিয়া, হোসেন আলী, মিজানুর রহমান আরো অনেকেই। উল্লেখ্য যে, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহাজানের ছেলে শাহ আলম (৩০) ঢাকায় গার্মেন্টেসে কাজ করার আড়ালে মাদক ব্যবসা চালাতো। গত সোমবার ভোরে তিনি একই এলাকার অটোচালক নজির হোসেনের ছেলে ছবিদুল ইসলামের(৩৫) অটো রিক্সায় বস্তাভর্তি চাল ও অন্যান্য জিনিসপত্রের সাথে গাঁজা নিয়ে ঢাকার বাসে উঠার জন্য লালমনিরহাট জেলার বড়বাড়ীর উদ্দ্যেশে রওনা দেন। চালের বস্তার ভিতর গাঁজা রাখার বিষয়ে কিছুই জানতেন না অটোচালক ছবিদুল। পথিমধ্যে শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিমপাড়ের চেকপোস্টে তল্লাশী করে বস্তার ভেতর ৫ থেকে কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে অটোরিক্সাসহ পুলিশ তাদের থানায় নিয়ে এসে মামলা দায়ের করে। ছেলেকে মাদক মামলায় আসামী করায় দুপুরে হার্ট এ্যাটাকে মারা যান ছবিদুলের মা ছকিলা বেগম(৫২)।