দিনাজপুরের ফুলবাডী উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়েভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক অবৈধ বিল্ডিং এ ডাক্তারি ব্যবস্থাপত্র সহ প্যাথলজির ব্যবসা বহুদিন যাবৎ চালিয়ে আসছি। আজ দুপুর সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা খায়রুল আলম সুমন এর আগমন টের পেয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নূর আলম চৌধুরী জয় পালিয়ে যায় । ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। জানা গেছে ইতিপূর্বে একই কারণে নূর আলম চৌধুরী জয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেন, ক্লিনিকের বৈধ কোনপ্রকার কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালাসহ ক্লিনিকে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়েছে। ক্লিনিকের পরিচালককে আটক করা সম্ভব হয়নি।