কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র্যালি কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় ফুলবাড়ী বাজারের কাছারী মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা আহ্বায়ক রুহুল আমিন দুলাল,যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান খন্দকার চাঁদ,মমিনুর রহমান মুমিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, জেলা ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক লিমন, কাশিপুর ইউনিয়ন যুগলীগে সভাপতি আমিনুল ইসলামসহ আর অনেকে। এ সময় বক্তারা আগামীদিনের রাজনীতিতে সমাজে নেতৃত্ব প্রদানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কাজ করার আহবান জানান।