কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আওয়ামীলীগ বড়ভিটা ইউনিয়ন শাখার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার ৩ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ আ’লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার আয়োজনে বড়ভিটা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিকের সভাপতিত্বে ও বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান আলী মিয়া বাদশা, সাধারন সম্পাদক গোলাম রাব্বানী সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,২নং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা হেল বাকী, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক উত্তম কুমার মোহন্ত, ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান খয়বর আলী মিয়া ও ছাত্রলীগ নেতা জাকিরুল ইসলাম রিমনসহ আরো অনেকে।এ সময় বক্তারা উপজেলার ৬টি ইউনিয়নে আগামী নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করতে কাজ করার জন্য আহবান জানান।