কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২০-২১ অর্থ বছরে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের প্রথম পর্যায়ের উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগ (মাটিকাটা) কাজের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলার হেলিপ্যাড সংলগ্ন সড়কের পাশে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, প্রকল্প সভাপতি ইউপি সদস্য আপেল মাহমুদ সহ আরো অনেকে।
জানাগেছে, ২০২০-২১ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় ৫৪ টি প্রকল্পের মোট ৩০৩৯জন শ্রমিক কাজ করবে।উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে ৫৪টি প্রকল্পে ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৫৩৫ হা টাকার কাজের বাস্তবায়ন হবে।