জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে যখন করোনাভাইরাস ম
হামারী আকার ধারণ করছে, কর্মহীন হয়ে পড়েছে অসহায় দরিদ্র মানুষেরা, অর্থের অভাবে নিতে পারছেনা চিকিৎসা সেবা যেতে পারছে না হাসপাতালে, ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনীর সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত পশ্চিম ফুলমতি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৫শতাধিক অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের আয়োজনে এ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব প্রামানিক চাঁদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বন্ধন, শিক্ষক নেতা উজ্জ্বল কুমার মোহন্ত, গোলাম মর্তুজা বকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইযুব আলী সহ আরো অনেকে।