দাউদকান্দি উপজেলার বৃহত্তর মারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক সওদাগর ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেল ৪ টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুল হক সওদাগর। শামসুল হক সওদাগর ১৯৭৩ সালে মেম্বার পদে নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৭৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৩ বার নির্বাচিত মেম্বার এবং দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে বৃহত্তর মারুকা ( মারুকা- বিটেশ্বর) ইউনিয়নের দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি চিনামুরা এল এন উচ্চ বিদ্যালয়ে এক টানা ২৫ বছর অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে পরিবারের সদস্যরা জানিয়েছেন।