প্রধানমন্ত্রী সরকারি সফরসঙ্গী হিসেবে ইতালী যাচ্ছেন দৈনিক “কুমিল্লার কাগজ” সম্পাদক আবুল কাশেম হৃদয়। প্রায় দুই দশকের মধ্যে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এই প্রথম দ্বিপক্ষীয় সফরে ইতালি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গী হিসেবে কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আবুল কাসেম হৃদয়ের এটি দ্বিতীয় সফর। এর আগে তিনি প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গী হিসেবে দ্বিপক্ষীয় সফরে সুইডেন গিয়েছিলেন।
সময়ের সাহসী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও সম্পাদক আবুল কাসেম হৃদয় আন্তর্জাতিক বেশ কয়েকটি সম্মেলনে অংশ নিয়েছেন। এর মধ্যে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৪ তম সাধারন অধিবেশন, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘে জলবায়ু সম্মেলন (কপ২১) এবং মরক্কোর মারাক্কাশে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ২৩) অংশ নেন।
ঢাকার বাইরের জেলার সাংবাদিক হিসেবে এ এক অনন্য সাফল্য। ২০০৪ সালের ৮ ডিসেম্বর আবুল কাসেম হৃদয়ের সম্পাদনায় প্রকাশিত কুমিল্লার কাগজ অল্প সময়ের মধ্যে ব্যাপক পাঠক প্রিয়তা পেলে আবুল কাসেম হৃদয় ব্যাপক আলোচিত হয়ে উঠেন।
আবুল কাসেম হৃদয় ইতিমধ্যে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রন্স, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, হল্যান্ড, মরক্কো, মালেশিয়া,ভারত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক,কাতারসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ইংল্যান্ডে ও বাংলাদেশে নিয়েছেন সাংবাদিকতার প্রশিক্ষণ। মুক্তিযুদ্ধ বিষয়ে আবুল কাসেম হৃদয়ের গবেষণাকর্ম সর্বজনবিদিত।
কুমিল্লার মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি প্রথম রচনা করেন। মুক্তিযুদ্ধের সময় বিরোধীদের তালিকাও তিনি সাহসিকতার সাথে প্রকাশ করেন। এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুমিল্লা অধ্যায় নিয়ে গবেষণাগ্রন্থ প্রকাশ করেন যা ইতিমধ্যে পাঠক প্রিয়তা পায়। চ্যানেল আই টিভিতে ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হয়।