কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দারিদ্র বিমচনে দেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া এবং গ্রামকে শহরে পরিণত করার জন্য জেলা প্রশাসক কাজ করে যাচ্ছে । দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়নের জামালকান্দি গ্রামে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচীর আওতায় বাস্তবায়িত গৃহহীনদের জন্য ঘর নির্মাণের শুভ উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন । আবুল ফজল মীর বলেন, স্বাস্থ্য সুরক্ষায় মশা নিধনে সরকার বিশেষ নজর দিচ্ছে । ডেঙ্গু প্রতিরোধে বিদ্যমান সরঞ্জামাদির মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে এবং এর সঙ্গে আরো সরঞ্জামাদি যুক্ত হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজতর হবে । ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যানদের মাঝে ইউনিয়ন ভিত্তিক ১ টি করে মোট ১৬ টি ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক বিতরণ করেন তিনি । পরে জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর আগামী ৫ অক্টোবর জেলা প্রশাসক নৌকা বাইচ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন । এসময় কুমিল্লা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আজিজুল রহমান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান প্রমূখ উপস্থিত ছিলেন