কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৫ আগষ্ট বৃহস্পতিবার ভোরে ফেনীর সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতরা ঢাকার মিরপুর থেকে প্রাইম প্লাস পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৭৮) একটি বাসে করে পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ৬ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। এঘটনায় অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফেনী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের আশষ্কাজনক বলে জানা গেছে। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।