দিনাজপুরের পার্বতীপুরে করোনা প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পৌরসভার ১৫০ পরিবারকে পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। সকাল ১০টায় পুরাতন বাজার ধানহাটী সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যের প্যাকেট সরবরাহ করেন তিনি। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়েছে। অনুষ্ঠানে রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক ও ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিদ্যমান পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের অসহায়দের সাহায্যে এগিয়ে আশার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির এই নেতা।